প্রকাশিত: Tue, Mar 21, 2023 4:00 PM
আপডেট: Tue, May 13, 2025 7:58 PM

সাকিব আল হাসানের বাপ-মায়ের উচিত, ওকে আচ্ছা করে বকে দেওয়া!

গাজী নাসিরউদ্দিন আহমেদ : প্রথম টেস্ট ম্যাচের ইংলিশ ক্যাপ্টেন ম্যাচ মিস করেছিলেন। ম্যাচের দিন সতীর্থরা তাকে আবিষ্কার করেন গরাদের ভেতর। পরে অবশ্য ধর্ষণ চেষ্টার অভিযোগ থেকে রেহাই মেলে তার। খেলার জগতের মানুষরা তো আর ফেরেশতা নন। অপরাধ করেন। অপরাধে জড়িয়ে পড়েন। মাইক টাইসন ধর্ষণের অপরাধে রিং থেকেই ছিটকে যান। পরে অবশ্য তিনি মুসলমান হয়ে যান। আধুনিক ক্রিকেটেও এমন ঘটনা আমরা দেখেছি। কর ফাঁকির অভিযোগে সিবিআইয়ের জেরার মুখে পড়েছিলেন শচীন টেন্ডুলকারের মতো খেলোয়াড়। নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন অনেকে। ইমরান খান, শেন ওয়ার্নের মতো লেজেন্ডরা। মাখায়া এনটিনির কথা মনে পড়ছে। হত্যার অভিযোগে ফেঁসেছিলেন নভোজিৎ সিং সিধু। হ্যান্সি ক্রনিয়ে জীবন দিয়ে মুক্তি পেয়েছেন বেটিং কেলেঙ্কারি থেকে। ভারতের সাবেক ক্যাপ্টেন আজহারউদ্দিনের ঘটনা সবাই জানেন। 

তবে সবচেয়ে বড় আকামটা মনে হয় জাভেদ মিয়াদাদের। ছেলে নাকি মেয়েকে বিয়ে দিয়েছেন দাউদ ইব্রাহিমের মেয়ে কিংবা ছেলের সঙ্গে। বড় ক্রিকেটারদের মধ্যে সাকিব বোধহয় সবাইকে টেক্কা দিতে চান। মানে রেকর্ড ভেঙে ফেলার পণ করেছেন সম্ভবত। সব দুই নম্বরিতে ওর নাম আসে কেন? ওর বাপ-মাও কি ওরে কিছু কয় না? এই বয়সেও বাসায় ফিরতে দেরি হলে আমার বাপ চিল্লাফাল্লা শুরু করে দেয়। আমার ভাই প্রায়ই আমার বাপের বকা শোনে। সাকিবের বাপ-মায়ের উচিত, ওকে আচ্ছা করে বকে দেওয়া। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে